বৃহত্তর নোয়াখালীর লক্ষ্মীপুর জেলার প্রখ্যাত আলেম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি ও মুফাসসিরে কোরআন আল্লামা লুৎফর রহমান সাহেব দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে আজ রোববার দুপুরে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
গত ১৪ ফেব্রুয়ারি সকাল পৌনে ১০টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নিজ বাড়িতে তিনি অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজন তাকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়।
ব্যক্তিজীবনে তিনি ৫ কন্যা ও ২ ছেলে সন্তানের জনক।
কর্মজীবনে তিনি খুবই সুনামের সাথে রাজখালি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছিলেন।
তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর রামগঞ্জ নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য প্রার্থী হয়েছিলেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আজ এশার নামাজের পর রাত ৮ টায় ঢাকার বাইতুল মোকাররম জাতীয় মসজিদে মাওলানা লুৎফুর রহমান সাহেবের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
এই প্রখ্যাত আলেমে দ্বীনকে দয়াময় আল্লাহ জান্নাত নসিব করুক!
কবিরহাট নিউজ, নিজস্ব প্রতিবেদক।
সোমবার ৩রা মার্চ ২০২৪ ইং বিকেল ৫:০০টা
https://slotbet.online/