• বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার চাপ্রাশির হাটের নাসির মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর। বিদেশি মদ সহ বেগমগঞ্জ থানা এলাকা হতে পেশাদার মাদক কারবারি গ্রেফতার নোয়াখালী কবিরহাট উপজেলার ভূঁইয়ারহাটে সড়ক ও পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ। কবিরহাটে নিখোঁজ হওয়ার ১১ দিন পর কিশোরের হাতপা বাঁধা মরদেহ উদ্ধার। সাকিব আল হাসানকে খেলোয়াড় হিসেবে যতটা নিরাপত্তা দেওয়া দরকার তা দেওয়া হবে। ভয়াবহ পতনের মুখে শেয়ার বাজার। ক্ষতিগ্রস্ত কয়েক লক্ষ বিনিয়োগকারী। শিক্ষাক্রমে পরিবর্তন আনছেন অন্তর্বর্তীকালীন সরকার। আবার শুরু হচ্ছে সৃজনশীল পদ্ধতির পরীক্ষা। কেটে গেছে ২৭ দিন, শেখ হাসিনার হাতে আছে ১৮ দিন, অপশন মাত্র দুটি। নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় ব্যবসায়ী তারেক রহমান প্রতিদিন ৩ হাজার বন্যা দুর্গত মানুষকে খাওয়াচ্ছেন। বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সাহায্য করবে ওপেক ফান্ড।

আড়াই হাজার কোটি টাকা পাচারের মামলায় আরিফুর রহমান কারাগারে

রিপোর্টারের নাম / ৭৫ বার
আপডেট সময় :: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

আড়াই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে করা মামলায় ফরিদপুরের আরিফুর রহমান ওরফে দোলনের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন ঢাকার আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আস-সামছ জগলুল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আরিফুর রহমান সম্প্রতি হাইকোর্টে জামিন চেয়েছিলেন। আদালত তাঁকে জামিন না দিয়ে ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি আত্মসমর্পণ করেননি। আজ মামলার সম্পূরক অভিযোগপত্র গ্রহণের জন্য শুনানির দিন ছিল। এদিন আরিফুর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে ২২ এপ্রিল সম্পূরক অভিযোগপত্র গ্রহণের পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

আড়াই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ২০২০ সালের ২৬ জুন রাজধানীর কাফরুল থানায় সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের আস্থাভাজন ফরিদপুর শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ওরফে বরকত ও তাঁর ভাই ফরিদপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান ওরফে রুবেলের বিরুদ্ধে মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ২০২১ সালের ৩ মার্চ সাজ্জাদ-ইমতিয়াজসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির সহকারী পুলিশ কমিশনার উত্তম কুমার সাহা।

২০২২ সালে অভিযোগ গঠন শুনানির সময় কিছু অসংগতি দেখতে পেয়ে স্বপ্রণোদিত হয়ে সিআইডিকে মামলাটি আবার তদন্তের নির্দেশ দেন আদালত। পরে গত বছরের ২২ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৯-এ আরিফুর রহমানসহ আরও ৩৬ জনকে অভিযুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি। পরে মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়।

সাজ্জাদ-ইমতিয়াজ ছাড়া প্রথম অভিযোগপত্রের আসামিরা হলেন সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের ভাই খন্দকার মোহতেশাম হোসেন ওরফে বাবর, তাঁর ব্যক্তিগত সহকারী এ এইচ এম ফোয়াদ, ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ, শহর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আলী মিনার ও শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম।

সম্পূরক অভিযোগপত্রে যুক্ত হওয়া নতুন আসামিরা হলেন সাজ্জাদের স্ত্রী আফরোজা আক্তার, ইমতিয়াজের স্ত্রী সোহেলী ইমরুজ, নিশান মাহমুদ, বিল্লাল হোসেন, সিদ্দিকুর রহমান, সাইফুল ইসলাম, অনিমেষ রায়, শামসুল আলম চৌধুরী, দীপক কুমার মজুমদার, শেখ মাহতাব আলী, সত্যজিৎ মুখার্জি, শহীদুল ইসলাম, ফকির মো. বেলায়েত হোসেন, গোলাম মো. নাছিম, জামাল আহমেদ, বেলায়েত হোসেন মোল্লা, আফজাল হোসেন খান, অমিতাব বোস, চৌধুরী মো. হাসান, জাফর ইকবাল, সাহেব সারোয়ার, আমজাদ হোসেন, স্বপন কুমার পাল, জাহিদ বেপারী, খলিফা কামাল, হাফিজুল হোসেন, রিয়াজ আহমেদ, আনোয়ার হোসেন, মো. মনিরুজ্জামান, মাহফুজুর রহমান, সুমন সাহা, আবদুল জলিল শেখ, রফিক মণ্ডল, খন্দকার শাহীন আহমেদ, আফজাল হোসেন খান ও মোহাম্মাদ আরিফুর রহমান।

২০২০ সালের ১৬ মে রাতে ফরিদপুর জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে দুই দফা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। পরে ৭ জুন ফরিদপুরে খন্দকার মোশাররফের বাড়িতে অভিযান চালিয়ে সাজ্জাদ-ইমতিয়াজসহ ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এক দিন পর ফরিদপুর শহর ছেড়ে ঢাকায় চলে যান সাবেক স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/