ভারত থেকে আলু আমদানির খবরে রাতারাতি কমতে শুরু করেছে আলুর দাম।
কবিরহাট নিউজ, নিজস্ব প্রতিবেদক। ৩রা ফেব্রুয়ারি শনিবার, ২০২৪ ইং, ১১:৫৫ অপরাহ্ন।
বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আরো ৪৯ হাজার ৫০০ মেট্রিক টন আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার।
মোট ৪৩ জন আমদানি কারক এই আলুগুলো আমদানির অনুমতি পেয়েছেন।
চাপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে।
ইতিমধ্যেই কয়েক ট্রাক আলু বন্ধরের ইয়ার্ডে প্রবেশ করেছে।
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ এই তথ্য সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান,
সরকার আলুর বাজার স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানি সিদ্ধান্ত নেয়ায়
আমদানি কারকদের মধ্যে ৪৩ জনের অনুমতি আবেদন গ্রহণ করা হয়েছে।
ভারত থেকে ইতিমধ্যেই ৩৯৮ মেট্রিক টন আলু বন্দরের ইয়ার্ডে প্রবেশ করেছে যেগুলো খালাসের অপেক্ষায় রয়েছে।
আলু আমদানি কারকরা জানিয়েছেন শনিবার থেকেই ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে।
এই আলু গুলো দেশে পৌঁছলে আলুর দাম আরো কমে যাবে।
বর্তমানে নোয়াখালী জেলার কবিরহাট পৌর বাজার সহ দেশের বিভিন্ন জেলায় খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৩ থেকে ৩৫ টাকায়।
কিন্তু ভারত থেকে আলু আমদানির খবরে ইতিমধ্যেই সোনামসজিদ স্থলবন্দরে আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়।
গত বছরের শেষের দিকে অস্বাভাবিক ভাবে আলুর দাম বেড়ে গেলে গত বছর ৩০ শে অক্টোবর সরকার ভারত থেকে আলু আমদানির অনুমতি দিয়েছিল।
যার মেয়াদ ছিল ৩০ নভেম্বর পর্যন্ত।
পরে ব্যবসায়ীদের অনুরোধে সেই মেয়াদ ১৫ই ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়।
কিন্তু ১৫ই ডিসেম্বর আলু আমদানির মেয়াদ শেষ হওয়ার পর ভারত থেকে আলু আমদানি বন্ধ থাকায় দেশের বাজারে আবারও আলুর দাম বেড়ে যায়।
এমতাবস্থায় বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে সরকার পুনরায় ভারত থেকে আলু আমদানির অনুমতি দিয়েছে।
কবিরহাট নিউজ।
https://slotbet.online/