অর্থনীতি
কবিরহাট নিউজ: নিজস্ব প্রতিবেদক।
সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪, ৫:৩০-অপরাহ্ন।
আবারো সেঞ্চুরি হাঁকালো পেঁয়াজ!
গত কয়েক সপ্তাহ বাজারে নতুন পেঁয়াজ প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা থাকলেও গতকাল রবিবার থেকে হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে হয়েছে প্রতি কেজি ১০০ টাকা।
আজ সোমবার (২৯ জানুয়ারি) নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার কবিরহাট বাজারের বিভিন্ন বিভিন্ন দোকানে ঘুরে দাম বৃদ্ধির এ চিত্র দেখা গেছে। প্রতিটি দোকানেই নতুন পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকা।
কবিরহাট বাজারে সওদা করতে আসা একদম জানান দুইদিন আগে পেঁয়াজ কিনলাম ৮০ টাকায়, আর আজ কিনতে এসে দেখি দাম বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকায়।
আমি প্রয়োজনের অতিরিক্ত কিনি না, নতুন পেঁয়াজের কেজি ৮০ টাকা দেখে ভাবলাম দাম আরো কমবে, তাই সামান্য পেঁয়াজ নিয়েছিলাম, আর আজ এসে দেখি কে জিতে ২০ টাকা বেড়ে গেছে।
নিয়মিত বাজার মনিটরিং করলে অসাধু ব্যবসায়ী অসাধু ব্যবসায়ীদের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে মানুষকে জিম্মি করতে পারত না।
তিনি বলেন, আমাদের এই আসনের এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের বলেছেন খুব সহসাই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা হবে।
মাননীয় মন্ত্রী মহোদয়ের বক্তব্যের পরই পেঁয়াজের দাম বেড়ে গেছে।
ব্যবসায়ীদের কাছে জানতে চাইলে তারা বলেন, আমরা পাইকারি যেখান থেকে কিনে আনি সেখানেই দাম বাড়িয়ে দিয়েছে পাইকাররা।
আমরা যেভাবে কিনে আনি সামান্য লাভে সেভাবেই বিক্রি করি।
চৌমুহনীতে দাম বাড়ার সাথে সাথেই কবিরহাটের দাম বাড়িয়ে দিতে হবে কেন?
এমন প্রশ্নের জবাবে তারা বলেন, চৌমুহনী পাইকারি বাজারে দাম কমলে আমরা এখানেও দাম কমিয়ে দিই।
নিজস্ব প্রতিবেদক, কবিরহাট নিউজ।
https://slotbet.online/