নিজস্ব প্রতিবেদক, কবিরহাট নিউজ, সোমবার, ১৫ই জানুয়ারি-২০২৪ ইং ১৯:৩৬ ঘন্টা।
www.kabirhatnews.com
ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের এনায়েত পুর গ্রামের সোহরাওয়ার্দ্দী বাড়িতে দুর্ধর্ষ চুরি।
আনুমানিক ১০-১৫ ভরি স্বর্ণ অলংকার ও নগদ এক লক্ষ ৫ হাজার টাকা চুরি করে রাতের আধাঁরে পালিয়ে যায় চোরের দল ।
গত ১৩ই জানুয়ারি ২০২৪ইং আনুমানিক রাত তিনটার দিগে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের এনায়েত পুর গ্রামের সোহরাওয়ার্দ্দী বাড়িতে আনুমানিক ১০/১৫ জনের চোরের দল (দুধ মুখা বাজারের সাবেক ব্যবসায়ী)
মরহুম আব্দুস সাত্তার মিয়ার ঘরে ঢুকে কাঠের আলমারি ভেঙ্গে ১০-১৫ ভরি স্বর্ণ গয়না এবং নগদ এক লক্ষ ৫ হাজার টাকা নিয়ে গেছে।
এ সময় সাত্তার মিয়ার বড় ছেলে নাজিম উদ্দিন ও তার স্ত্রী ঘরের অন্য একটি কক্ষে ঘুমিয়ে ছিল।
কিন্তু শীতের রাত, তাদের বাচ্চাও অসুস্থ থাকায় অনেক রাতে শোয়ার কারনে গভীর ঘুমে থাকায় তারা টের পায়নি।
ঘুমের ঘোরে লোকজনের কথোপকথনে মৃদু শব্দ কানে এলেও নাজিম উদ্দিন ভেবেছিল ঘরের পাশের রাস্তা দিয়ে হয়ত পথচারী চলাচল করছে।
নাজিমের ধারণা চোরের সংখ্যা ১৫-২০ জনের কম হবেনা।
সকালে ঘুম থেকে উঠে ঘরের দরজা খোলা, আলমারি ভাঙ্গা এবং জিনিসপত্র এলোমেলো যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখে বুঝতে পেরেছে তাদের ঘর চুরি হয়েছে।
নাজিমের মা দেলয়ারা বেগম জানিয়েছে দরজার খুব কাছেই জানালা।
সম্ভবত জানালার হুক খোলা থাকায় চোর জানালা দিয়ে কিছুর সাহায্যে দরজার হুক খুলে ঘরে প্রবেশ করে।
খবর জেনে বাড়ির এবং আশপাশের লোকজন দেখতে ছুটে আসে।
দেখতে আসা লোকজনের ধারণা বাড়ির অথবা আশপাশের লোকজনের সহায়তায় এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটতে পারে।
নাজিম উদ্দিন জানান, চুরির ঘটনায় দাগনভূইয়া থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।
https://slotbet.online/