নোয়াখালীতে ডাকাতি প্রস্তুতিকালে ০৯ ডাকাত অস্ত্র-সস্ত্র সহ গ্রেফতার।
কবিরহাট নিউজ, ২৫ শে ফেব্রুয়ারি রবিবার ২০২৪ ইং
১১:৫৫ অপরাহ্ন।
আজ নোয়াখালী জেলার পুলিশ মিডিয়া সেল থেকে জানানো হয়েছে:
পুলিশ সুপার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, বিপিএম, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার, হাতিয়া সার্কেল এর তত্ত্বাবধানে জনাব রফিকুল ইসলাম অফিসার ইনচার্জ, চরজব্বর থানা, নোয়খালী এর নেতৃর্ত্বে এসআই (নিঃ) মোঃ কামাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ২৫/০২/২০২৪ ইং তারিখ রাত অনুমান ০১.০০ ঘটিকার সময় চরজব্বর থানা এলাকায় নিয়োজিত রাত্রিকালীন টহল ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ১২/১৩ জনের একটি সশস্ত্র ডাকাত দল ডাকাতি সংঘঠনের জন্য চরজব্বর থানাধীন চরআমান উল্যাহ ইউপিস্থ ৫নং ওয়ার্ড চরবজলুল করিম সাকিনে জনৈক রফিকের পরিত্যাক্ত ফ্যাক্টরির সামনে রাস্তার উপর সমবেত হইয়াছে।
উক্ত সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ কামাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ উক্ত স্থানে অভিযান পরিচালনা করিয়া ডাকাতি প্রস্তুুতিকালে ০৯ (নয়) জনকে হাতেনাতে গ্রেফতার করেন এবং তাহাদের সঙ্গীয় অজ্ঞাত নামা ০৩/০৪ জন পালিয়ে যায়। আসামীদের ব্যবহৃত একটি নীল রংয়ের মিনি পিকআপ গাড়ি আটক করেন।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তাহারা তাহাদের নিন্ম লিখিত নাম ঠিকানা প্রকাশ করে। উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদের দেহ তল্লাশীকালে ধৃত ০১ নং আসামী মোসলে উদ্দিন এর পরিহিত প্যান্টের কোমরে ডান পার্শ্বে গোঁজা অবস্থায় একটি পিস্তল সদৃশ্য দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। আসামীদের ব্যবহৃত মাঝারি পিকআপ গাড়িটি তল্লাশি করিলে উক্ত গাড়িতে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর ০১ (এক) টি ধারালো ছুরি, ০১ (এক) টি লোহার দা, ০২ (দুই) টি গ্রিল কাটার, ০২ (দুই) টি লোহার রড়, ০২ (দুই) টি লোহার পাইপ, ০১ (এক) টি এসএস পাইপ, ০১ (এক) টি মোটা দড়ি প্রাপ্ত হইয়া জব্দ করা হয়। আসামীদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, ডাকাতির উদ্দেশ্যে তাহারা উক্ত স্থানে সমবেত হইয়াছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পৃথকভাবে ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনের মামলা রুজুর করা হইয়াছে। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন।
গ্রফেতারকৃত আসামীর নাম-ঠিকানা:
১. মোসলে উদ্দিন (২৪), পিতা- মোঃ ইসমাইল, মাতা- ছালেহা বেগম, সাং- দরবেশপুর ০৮ নং ওয়ার্ড ,
২. মারুফ হোসেন হৃদয় (২২), পিতা- মৃত মোঃ সেলিম, মাতা- নূরজাহান বেগম, সাং- আলীপুর ০৩ নং ওয়ার্ড,
৩. শাহাদাত হোসেন সাগর (২৪), পিতা- মোঃ বাবুল, মাতা- বিউটি আক্তার, সাং- মধ্যম নাজিরপুর (বেগবাড়ী, চৌমুহনী পৌরসভা),
৪. মোঃ সোহেল (২৫), পিতা- মৃত অজি উল্যা, মাতা- খাদিজা বেগম, সাং- আলীপুর ০৩ নং ওয়ার্ড (ভূইয়া বাড়ী), চৌমুহনী পৌরসভা
৫. মোঃ মিঠু (২৪), পিতা- শাহাব উদ্দিন স্বপন, মাতা- ফয়জল বানু পারুল, সাং- অনন্তপুর (টিভি সেন্টার মোস্তফা কন্ট্রক্টর এর বাড়ী), ০৮ নং ওয়ার্ড, একলাশপুর ইউপি,
৬. মোঃ রায়হান (২২), পিতা- জয়নাল আবেদীন, মাতা- আমেনা বেগম, সাং- অনন্তপুর ০৭ নং ওয়ার্ড, একলাশপুর ইউপি,
৭. মীর সাব্বির (২২), পিতা- মরশীদ আলম, মাতা- বিবি কুলছুম, সাং- নাজিরপুর, ছৈরবাড়ী ০২ নং ওয়ার্ড, চৌমুহনী পৌরসভা,
৮. মোঃ শিমুল (২২), পিতা- কামাল হোসেন, মাতা- সুমী বেগম, সাং- নাজিরপুর ০২ নং ওয়ার্ড, খান সাহেবের বাড়ী,
৯. নাজমুল ইসলাম (২৫), পিতা- মৃত আবুল কালাম, মাতা- নূর নাহার, সাং- পশ্চিম অনন্তপুর ০৮ নং ওয়ার্ড, একলাশপুর ইউপি, সর্বথানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালী।
আসামীদের পিসিপিআর : ০১ নং আসামী মোসলে উদ্দিন এর বিরুদ্ধে বেগমগঞ্জ থানার মামলা নং- ৪৩, তারিখ- ২৯/০১/২০২২ইং, ধারা- ৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড, ০২ নং আসামী মারুফ হোসেন হৃদয় এর বিরুদ্ধে বেগমগঞ্জ থানার মামলা নং-১২, তারিখ- ০৩/০৭/২০২২ইং, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড, ০৩ নং আসামী শাহাদাত হোসেন সাগর এর বিরুদ্ধে বেগমগঞ্জ থানার মামলা নং-৫৭, তারিখ- ২৭/১০/২০১৯ইং, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড, ০৪ নং আসামী মোঃ সোহেল এর বিরুদ্ধে বেগমগঞ্জ থানার মামলা নং-৮৯, তারিখ- ৩০/০৬/২০১৯ইং, ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩০৭/৩২৫/৩৭৯/৪২৭/৫০৬ পেনাল কোড। ০৫ নং আসামী মোঃ মিঠু এর বিরুদ্ধে বেগমগঞ্জ থানার মামলা নং-১৭, তারিখ- ১০/০৮/২০২০ইং, ধারা- ১৪৩/৩২৩/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬ পেনাল কোড, ০৬ নং আসামী মোঃ রায়হান এর বিরুদ্ধে বেগমগঞ্জ থানার মামলা নং-৪৭, তারিখ- ৩০/০৩/২০২৩ ইং, ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩০৭/৩৫৪/৩৭৯/৫০৬ পেনাল কোড সংক্রান্তে তথ্য পাওয়া যায়।
জব্দকৃত/উদ্ধারকৃত আলামত:
ক। ০১ (এক) টি আগ্নেয়াস্ত্র (পিস্তল সদৃশ্য), খ। ০১ (এক) টি নীল রংয়ের মাঝারি পিকআপ, যাহার রেজিঃ নং- নোয়াখালী-ন-১১-১১৬৫, গ। ০১ (এক) টি ধারালো ছুরি, যাহা কাঠের বাট সহ লম্বা ২৭ ইঞ্চি, ঘ। ০১ (এক) টি লোহার দা, যাহা লম্বা ১৬ ইঞ্চি, ঙ। ০২ (দুই) টি গ্রিল কাটার, যাহা একটি লম্বা ২৪ ইঞ্চি অপরটি ১৫ ইঞ্চি, চ। ০২ (দুই) টি লোহার রড়, যাহার প্রতিটির লম্বা ৩৯ ইঞ্চি, ছ। ০২ (দুই) টি লোহার পাইপ, যাহার প্রতিটির লম্বা ৩০ ইঞ্চ, জ। ০১ (এক) টি এসএস পাইপ, যাহার লম্বা ২৩ ইঞ্চি, ঝ। ০১ (এক) টি মোটা দড়ি, যাহার লম্বা ৮০ ফুট।
মামলার ববিরণ: ১। চরজব্বর থানার মামলা নং- ১০, তারিখ- ২৫/০২/২০২৪ইং, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড। ২। চরজব্বর থানার মামলা নং- ১১, তারিখ- ২৫/০২/২০২৪ইং, ধারা- The Arms Act 1878 এর 19A/19(f)
Ref: POLICE MEDIA CELL NOAKHALI
[ 25 FEBRUARY 2024]
https://slotbet.online/