• শনিবার, ১৮ মে ২০২৪, ০৪:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
কোম্পানীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে সড়ক ও সেতু মন্ত্রীর ভাই-ভাগিনাসহ ১০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল ভয়াবহ লোডশেডিং এর কারনে চরম দুর্ভোগে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার মানুষ! কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে চলছিল মাদক বেচাকেনা আজ ঐতিহাসিক ২৬ মার্চ, আমাদের মহান স্বাধীনতা দিবস। শত শত ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে কবিরহাটে উদ্বোধন হলো বাইতুন নূর জামে মসজিদ! যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের হামলায় এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত। আজ ঐতিহাসিক ৭ ই মার্চ। গাজা সংঘাত অবসানে বিকল্প ব্যবস্থা গ্রহণের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর প্রয়োজনে আমরাও স্যাংশন দিতে পারি: প্রধানমন্ত্রী

কোম্পানীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে সড়ক ও সেতু মন্ত্রীর ভাই-ভাগিনাসহ ১০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

রিপোর্টারের নাম / ৪ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

কোম্পানীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে সড়ক ও সেতু মন্ত্রীর ভাই-ভাগিনাসহ ১০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
মোহাম্মদ হারুন আল রশিদ।

================
নোয়াখালীর ভিআইপি উপজেলা খ্যাত কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর ভাই-ভাগ্নেসহ চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে মোট ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ষষ্ঠ উপজেলা পরিষদের ৩য় ধাপে অনুষ্ঠিতব্য নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ছিলো আজ ২ মে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের আপন ভাই-ভাগিনাসহ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের কথা নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিস।

আজ ২ মে বৃহস্পতিবার দিনের অফিস সময় শেষে শেষে নোয়াখালীর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আরা জানান, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মোট ১০ জন প্রার্থীর মনোনয়ন জমা দেয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যানুযায়ী, কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

চেয়রাম্যান পদে মনোনয়ন দাখিল করেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাত হোসেন প্রচার শাহদাত কাদের, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম শরীফ চৌধুরী প্রচার পিপুল চৌধুরী, আমেরিকা প্রবাসী ওমর আলী।
কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন বাবর, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগিনা বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মাহাবুবুর রশীদ মঞ্জু, মধ্যপ্রাচ্য প্রবাসী মামুন হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন, কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পারভীন আক্তার প্রকাশ মুরাদ ভাবী, ফাতেমা বেগম, রেহানা আক্তার।
মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর নিজ উপজেলায় আওয়ামী লীগ ব্যতিত অন্য কোন রাজনৈতিক দলের কোন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন নি।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো আজ ২ মে, মনোনয়নপত্র বাছাই ৫ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১২ মে, প্রতীক বরাদ্দ ১৩ মে। ভোটগ্রহণ হবে আগামী ২৯ মে।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/